শীতকালীন ছুটি পাচ্ছেন না জবির বিভাগীয় কর্মকর্তারা

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:২৬

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ দিনের ছুটি ঘোষণা করলেও বিভাগীয় কর্মকর্তারা ছুটি পাচ্ছেন না।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এবং আগামী ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম চলমান থাকায় বিভাগ ও দপ্তরসমূহের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীগণ শীতকালিন ছুটি ভোগ করতে পারবেন না।

উল্লেখ্য, মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে ১৫ ডিসেম্বর (রবিবার) থেকে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৯ ডিসেম্বর (রবিবার) হতে যথারীতি সকল ক্লাস শুরু হবে।

প্রশাসন ১২ দিনের ছুটি ঘোষণা করলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ছুটি পেয়েছেন ১৬ দিন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/আইএইচ/ইএস)