অভিষেকে সেঞ্চুরি করে বিরল রেকর্ড আবিদের

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে ঝুলিতে। যদিও টেস্ট দলের দরজা খুলতে সময় লেগে যায় একটু বেশিই। পাকিস্তান হয়ে ৪টি ওয়ানডে ম্যাচ খেললেও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ৩২ বছর বয়সী আবিদ আলীর। দেরিতে হলেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন আবির্ভাব। নির্বাচকদের আস্থার যথাযথ মর্যাদা দিয়ে অভিষেক টেস্টেই দুরন্ত শতরান নবাগত পাকিস্তানি ওপেনারের। শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করে বিরল নজির গড়লেন আবিদ৷

দীর্ঘ এক দশক পর পাকিস্তানের মাটিতে ফিরেছে টেস্ট ক্রিকেট। সে দিক থেকে দেশের মাটিতে কামব্যাক টেস্টে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার মূহূর্তটাকে শতরান দিয়ে স্মরণীয় করে রাখলেন আবিদ। বৃষ্টিতে ম্যাচের প্রায় তিন দিনের খেলা নষ্ট হওয়ায় ফলাফল নির্ধারণ সম্ভব ছিল না। তবে ড্র ম্যাচে পাকিস্তানের বাড়তি পাওনা আবিদের দুরন্ত ব্যাটিং। শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি৷

এর আগে মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে অভিষেকে ১১২ রানের ইনিংস খেলেছিলেন আবিদ৷ তিনিই প্রথম ক্রিকেটার, যিনি দুই ফর্ম্যাটেই অভিষেকে সেঞ্চুরি করলেন৷

রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম দিনের ৬৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময় ২০২ রান তোলে লঙ্কানরা। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ১৮.২ ওভার। শ্রীলঙ্কা আরও ১টি উইকেট হারিয়ে ৬১ রান যোগ করে দ্বিতীয় দিনে। অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ২৬৩ রান। তৃতীয় দিনে খেলা হয় মোটে ৫.২ ওভার। শ্রীলঙ্কা তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ২৮২ রানে দাঁড়িয়েছিল। চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হয়। পঞ্চম দিনে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৬ উইকেটে ৩০৮ রান তুলে।

শ্রীলংকার হয়ে প্রথম ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি সিলভা। ক্যাপ্টেন করুনারত্নে করেন ৫৯ রান। শাহীন আফ্রিদি ও নবাগত নাসিম শাহ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট তোলেন মহম্মদ আব্বাস ও অভিষেককারী উসমান শিনওয়ারি।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ২৫২ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। আবিদ ছাড়াও শতরান করেন বাবর আজম। আবিদ ২০১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। বাবর নট-আউট থাকেন ১২৮ বলে ১০২ রান করে। অভিষেকেই ম্যাচের সেরা হন আবিদ।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এসইউএল)