কুলিয়ারচরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে কাবাডি প্রতিযোগিতা

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৪১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে মুজিব বর্ষ-২০২০ উপলক্ষে  কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

রবিবার কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে কাবাডি প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য, বিসিবি ও এসিসি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় স্কুল পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

কাবাডি প্রতিযোগিতা পৃষ্ঠপোষকতা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবং কুলিয়ারচর গ্রুপের এমডি ইমতিয়াজ বিন মুছা জিসান।

কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউসার আজিজ।

এ প্রতিযোগিতায় কুলিয়ারচর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের হতে বালক ও বালিকা দল অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতাটি ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/ইএস