দৈনিক সংগ্রামকে ডিএফপির নোটিশ

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দৈনিক সংগ্রাম পত্রিকায় মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী প্রতিবেদন প্রকাশের দায়ে তার মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হবে না কেন? এই মর্মে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) পত্রিকাটিকে একটি নোটিশ পাঠিয়েছে।

রবিবার ডিএফপির এক কর্মকর্তা জানান, জামায়াতে ইসলামীর মুখপত্রকে তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এই নোটিশের একটি অনুলিপি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়েও পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

গত ১৩ ডিসেম্বর দৈনিক সংগ্রাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ বলে অভিহিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক আলোচনা সভায় বলেছেন, ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতাকে শহীদ বলে প্রতিবেদন প্রকাশের দায়ে দৈনিক সংগ্রামের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, দৈনিকটি মুক্তিযুদ্ধ, দেশ এবং দেশের জনগণে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই তথ্য মন্ত্রণালয় সংবাদপত্রটির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/জেবি)