ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১৪ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গে হেরে বিদায় নিতে হয়েছিল মেসির আর্জেন্টিনাকে। মেসিরা না পারলেও অনুর্ধ্ব-২০ আর্জেন্টিনা দল ঠিকই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছে।

অনুর্ধ্ব-২০ বিচ কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আলবেসিলেস্তেরা।

দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের প্রত্যক্ষ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এবারের বয়সভিত্তিক বিচ কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। ব্রাজিল-আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার আরও কয়েকটি নামি-দামি দলের অংশগ্রহনে এবার অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপ।

যেখানে সকল দলকে পেছনে ফেলে ফাইনালের টিকিট হাতে পায় ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিনিধিরা। ফাইনালে ব্রাজিলকে হতাশায় ভাসিয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। ৫-৩ গোলের জয়ে কোপার শিরোপাজয়ের স্বাদ পায় আকাশী-সাদা জার্সিধারীরা।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :