বিজয় দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির মুক্তির দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশ মুক্তি পায় বর্বর পাকিস্তানের হাত থেকে। বিজয়ের ৪৮তম বার্ষিকীতে লাল-সবুজের ছোঁয়া ছড়িয়ে গেছে পুরো দেশব্যাপি। সর্বসাধারণ আজ শ্রদ্ধাভরে দিনটিকে পালন করছে। বাদ যায়নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-মুশফিকরা।

সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

নিজের ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আজ আমরা এই পতাকা অনেক গর্বের সাথে ধরে রাখি। ১৬ ডিসেম্বর একটি বিজয় যা আমাদের জন্য অনেক জয়ের জন্য দরজা খুলে দিয়েছে। স্যালুট মুক্তিযোদ্ধাদের, কখনো ভোলা যাবে না।’

আর ক্রিকেটার সাব্বির তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা, আমরা তোমাদের ভুলবো না। সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

দিনটির তাৎপর্য মনে করিয়ে দিয়ে নিজের ফেসবুকে বার্তা দিয়েছেন আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আজ অনেক সাহসী-হৃদয় থেকে ত্যাগের দিন। তাদের সংগ্রাম এবং সাহসিকতার কথা ভুলে যাওয়া যাক না। শুভ বিজয় দিবস।’

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও সালাম বিনম্র শ্রদ্ধা।’

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :