জাদেজার রান আউট নিয়ে ক্ষুব্ধ কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮

চিপকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে গতকাল (রবিবার) আট উইকেটে হেরেছে স্বাগতিক ভারত। তিন ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। হারের চেয়েও রবীন্দ্র জাদেজার রান আউট নিয়ে বেশি ক্ষুব্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের মতে, আমি কখনো এমন ঘটনা ক্রিকেটে দেখিনি।

ভারতের ইনিংস চলাকালীন ৪৭.৪ ওভারে রান নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছন রবীন্দ্র জাডেজা। সে সময় সবাই ভেবেছিলেন, বল উইকেটে লাগার আগেই জাদেজা নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গিয়েছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটার রান আউটের আবেদনও করেননি।

কিন্তু চিপকের জায়ান্ট স্ক্রিনে রিপ্লেতে দেখা যায় যখন বল উইকেটে লাগে, তখন জাদেজা ক্রিজের লাইন ক্রস করেননি। জায়ান্ট স্ক্রিনের সেই রিপ্লে দেখে কায়রন পোলার্ড রান আউটের আবেদন জানান আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে রান আউট দেন জাদেজাকে।

এই ঘটনার প্রেক্ষিতে বিরাট কোহলি বলেন, ‘রিপ্লে দেখে ক্রিকেটার আবেদন জানাচ্ছে। তারপর আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আমি কখনও এমন ঘটনা ক্রিকেটে দেখিনি। আম্পায়াররা একবার গিয়ে রিপ্লেটা দেখলে, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন।’

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :