রাজাকারদের তালিকা সত্য হলে মঙ্গল: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজাকারদের যে তালিকা হয়েছে তা এখনো যাচাই-বাছাই করার সুযোগ পাইনি। তালিকাটি যাচাই-বাছাই করতে হবে। তবে স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে দেশবাসী ও জাতির সুস্পষ্টভাবে জানার দরকার ছিল। আমরা মনে করি তালিকা সত্য হয়ে থাকে এটা দেশবাসীর জন্য মঙ্গল। তালিকা প্রকাশের মাধ্যমে ৭১-এ আমরা স্বাধীনতা যুদ্ধে কার কী ভূমিকা ছিল তা স্পষ্ট হয়ে উঠবে।

সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আমরা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, বেকারত্ব ও মাদকমুক্ত দেশ চাই। স্বাধীনতার সুফল সকলের মাঝে সমানভাবে পৌঁছে দিতে চাই।’

‘ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। আমরা আশা করব সামনে দিনে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। রাষ্ট্রের সকল সুবিধা সমানভাবে ভোগ করবে সেই লক্ষ্য কাজ করে যাচ্ছি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র এমন একটি জিনিস যা একশ ভাগ অর্জন করা সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব অর্জন করার জন্য চেষ্টা করতে হবে আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি।’

এসময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :