আমি এখন স্বাধীনতার স্বাদ পাই না: মান্না

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৫

সড়ক দুর্ঘটনা, বাজার অব্যবস্থাপনাসহ নানাভাবে দেশ এখন বিভীষিকার প্রান্তর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, দেশে এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছেন না তিনি।

আজ সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সরকারবিরোধী জোট ঐক্যফ্রন্টের নেতা।

মান্না বলেন, ‘দেশে আজ সর্বত্র সংকট। সব সংকট থেকে মুক্তি পেতে এই বিজয় দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে।’

রাজাকারের তালিকা প্রকাশের পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করে সাবেক ডাকসু ও আওয়ামী লীগ নেতা মান্না বলেন, ‘এই তালিকা করতে ৪৮ বছর লেগে গেল! আগে কেন করা হলো না? আবার যে তালিকা করা হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে এটাকে একটা বিভ্রান্তিকর মনে হয়েছে।’

দেশে এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করে মান্না। বলেন, ‘দেশের গণতন্ত্র ধূলিস্যাৎ হয়েছে। শ্রমিকের অধিকার ক্ষুণ্ন হয়েছে। মানুষের নিরাপত্তা নেই। সবকিছুর দাম সীমাহীন। দেশটা দখল করে নিয়েছে সিন্ডিকেট। ফলে আমি এখানে স্বাধীনতার স্বাদ পাচ্ছি না।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :