জাতীয় পতাকা উত্তোলনে সমস্যা, ১১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীতে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন না করার অপরাধে ১১ প্রতিষ্ঠানকে আট হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলা শহর মাইজদী বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জাতীয় পতাকা বিধি অনুযায়ী বাংলাদেশ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ এবং গণপ্রজান্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান আদালত পরিচালনা করেন।

এসময়, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন না করা, ছেঁড়া জাতীয় পতাকা উত্তোলন করা, স্থাপনা স্পর্শ করে জাতীয় পতাকা উত্তোলন করা, বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অপরাধে ১১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, অধ্যক্ষ ভুলুয়া ডিগ্রি কলেজ, সিনিয়র জেলা তথ্য অফিসার নোয়াখালী  সুধারাম মডেল থানা পুলিশ।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এলএ)