পুরুষের তুলনায় নারী নেতৃত্ব উত্তম: ওবামা

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৮ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:১৩

বিশ্বের প্রত্যেক দেশের নেতৃত্বের আসনে নারীরা থাকলে দেশগুলোতে জীবনমানের উন্নয়নসহ বিভিন্নক্ষেত্রে অনেক বড় পরিবর্তন হবে। নারীরা ‘পারফেক্ট’ নয় তাস্বত্ত্বেও নিঃসেন্দেহে তারা পুরুষের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী বারাক ওবামা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে নেতৃত্ব বিষয়ক এক অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, বিশ্বের বেশিরভাগ সমস্যা বয়োজ্যেষ্ঠ লোকদের মাধ্যমে তৈরি, যাদের বেশিরভাগই পুরুষ। আর এসব মানুষ ক্ষমতা দখল করার মাধ্যমে এটা করেন। এছাড়া রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কীভাবে মিথ্যা ছড়ানোর বিষয় নিয়েও কথা বলেন তিনি।

যদি কখনো নারীরা বিশ্বকে নেতৃত্ব দেয় তাহলে পৃথিবী কেমন হবে তা নিয়েও চিন্তা করেছিলেন বলে জানান তিনি।

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বলেন, ‘আমি নারীদের জানাতে চাই আপনি হয়তো পারফেক্ট নন কিন্তু আমি বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের (পুরুষের) চেয়ে ভালো।’

‘আমি এ ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী যে দুবছর ধরে পৃথিবীর প্রত্যেকটা দেশকে নারীরা নেতৃত্ব দেয় তাহলে প্রায় সবক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে দেখতে পাবেন। জীবনযাত্রার মান আর ফলাফলেও উল্লেখ করার মতো উন্নতি হবে।’

২০০৮ সালে নোবেল বিজয়ী ওবামা বলেন, ‘আপনি যদি গোটা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন যে সমস্যাগুলো মূলত জ্যেষ্ঠ মানুষের দ্বারা সৃষ্ট বিশেষ করে জ্যেষ্ঠ পুরুষদের মাধ্যমে। আমরা এর থেকে বেরোতে পারছি না। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত যে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য একটা কাজ দেয়া হয়েছে সারা জীবনের জন্য দেয়া হয়নি।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :