বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান মোদীর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২০:৩২ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:১৮

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কয়েকটি রাজ্যে চলমান সহিংসতা বন্ধের জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইটার বার্তায় মোদি লিখেন,‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ-বিক্ষোভ দুর্ভাগ্যজনক। এখন শান্তি, একতা এবং ভ্রাতৃত্ব বজায় রাখার সময়।’

সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। বিলে বলা হয়েছে, প্রতিবেশী তিন দেশ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যেসব হিন্দু ধর্মাবলম্বী ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। তবে বিলে মুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে না।

বিলটির প্রতিবাদে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিক্ষোভ শুরু হয়। সেখানকার বিক্ষোভকারীদের আশঙ্ক্ষা, বিলে হিন্দু ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেয়া হলে তাদের সংস্কৃতি ও জাতিগতভাবে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। তারপর কলকাতা, রাজধানী দিল্লিসহ বিভিন্ন প্রদেশে বিলের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহারসহ গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

টুইটে প্রধানমন্ত্রী মোদী সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনও ভারতীয়ের সঙ্গে অবিচার করা হবে না বলেও আশ্বস্ত করেছেন।

মোদি বলেন,“এ আইন নিয়ে কোনও ভারতীয়র চিন্তার কারণ নেই। কয়েক বছর ধরে নিপীড়নের শিকার হওয়া বিদেশি যাদের, ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় নেই্, এ আইন শুধু তাদের জন্য।’’

তিনি বলেন,‘‘একজোট হয়ে দেশের উন্নতিতে কাজ করা, প্রত্যেক ভারতীয় বিশেষ করে দরিদ্র, নিপীড়িত এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়নে জোর দেওয়াই এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভাজন তৈরি করে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত। তাদের সুযোগ দেওয়া উচিত হবে না। শান্তি, ঐক্য এবং ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।”

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :