বিএইচবিএফসির বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডি ৩২ নম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহনির্মাণ ঋণদান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেবাশীষ চক্রবর্ত্তীর নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা এই শ্রদ্ধা জানান।

বিজয় দিবসের সকালে বিএইচবিএফসির এমডি কর্মকর্তা-কর্মচারীদের প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ধানমন্ডির ৩২ নম্বর গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। (বিজ্ঞপ্তি)

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/মোআ)