উপহারসামগ্রী পেলেন না মির্জাপুরের বিতর্কিত সেই মুক্তিযোদ্ধা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

টাঙ্গাইলের মির্জাপুরের বিতর্কিত সেই মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হিরুকে বিজয় দিবসের উপহারসামগ্রী দেয়া হয়নি। সোমবার সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহারসামগ্রী হিসেবে একটি করে কম্বল দেয়া হয়।

বিতর্কিত মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হিরু মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।

আলমগীর হোসেন হিরুর বিরুদ্ধে তার আপন দুই বড় ভাই আব্দুল বাছেদ মুন্সী (৭৮) ও বাবলু মিয়া ওরফে বাবু মিয়া (৭৫) গত ১৪ নভেম্বর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তারা উল্লেখ করেন, তাদের ছোট ভাই আলমগীর হোসেন স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই অংশগ্রহণ করেননি।কিন্ত তিনি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেন। অভিযোগপত্রটি মন্ত্রণালয় থেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) তদন্তের জন্য প্রেরণ করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বর্তমানে আলমগীর হোসেন হিরুর নামের অভিযোগটি তদন্ত করছেন।

এদিকে প্রতিবছরের মতো এ বছরও বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। বিতর্কিত মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় খোদ তার পরিবার থেকে অভিযোগ উঠায় এ বছর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহারসামগ্রী থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।

মির্জাপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সঙ্গে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আলমগীর হোসেন মুক্তিযো্দ্ধা নয়- যেহেতু তার পরিবার থেকে অভিযোগ উঠেছে এবং অভিযোগটি তদন্তাধীন, সেজন্য তার নাম বাদ রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :