‘রাজাকারের সন্তান কীভাবে রাইফেল ক্লাবের সেক্রেটারি হয়?’

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৭

রাজাকারের সন্তান কীভাবে সরকারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সেক্রেটারি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী। একই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, রাজাকারের সন্তানেরা কীভাবে চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হয়? কীভাবে রাজাকারের সন্তান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়?’

সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সেক্রেটারি পদে এবং চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি পদে রয়েছেন খালিদ হায়দার খান কাজল। যিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের বন্ধু।

মেয়র আইভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজাকারদের বংশধরদেরও কোথাও দেখতে চাই না। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, একজন প্রখ্যাত রাজাকারের ছেলে কীভাবে নারায়ণগঞ্জের চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট হয়? প্রখ্যাত রাজাকার গোলাম রাব্বানী, তার ভাই চেঙ্গিস, তার ভাই বাদল অনেক মানুষকে হত্যা করেছে, মানুষের সম্পত্তি লুটপাট করেছে। এমনকি চেঙ্গিস যখন মারা যায় পাকিস্তানের পতাকা দিয়ে তাকে জানাজা দেয়া হয়েছিল। সেই কুলাঙ্গারের সন্তানরা কীভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেলস ক্লাবের মতো জায়গায় সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সভাপতি হয়? মুক্তিযুদ্ধকে সামনে রেখে তাদের পদায়ন করে যারা বড় বড় কথা বলে, যারা তাদের বানিয়েছে এই জনতার কাতারে এনে তাদেরও বিচার করা উচিত। যারা সংসদ সদস্য তাদের ছত্রছায়ায় মাকসুদ চেয়ারম্যান (বন্দরের মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) রাজাকারের সন্তান হয়েও তাকে পাস করানোর জন্য নৌকাকে ফেল করানো হয়।’

আইভী বলেন, ‘আমি চাই নারায়ণগঞ্জের এই রাজাকারের সন্তানকে সেখান থেকে নামানোর জন্য এই নারায়ণগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তোলা হোক। আর এই রাজাকারদের দোসরদের যারা ছত্রছায়া দেবে তাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ্ আগামীতে ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, চেয়ারম্যান মাকসুদ বন্দরের মুসাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান হন। এখানে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি হিসেবে রয়েছেন একেএম সেলিম ওসমান। তিনি জাতীয় পার্টির এমপি। তিনি আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের বড় ভাই।

মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে প্রায় ১১ হাজার রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছে। যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ভাইবোনদের হত্যা করেছে, মা-বোনেরা সম্ভ্রম হরণ করেছে, মানুষের সম্পত্তি লুটপাট করেছে সেই রাজাকারদের চিহ্নিত করা হোক এবং তাদের বিচারের আওতায় আনা হোক।’

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামকে উদ্দেশ্যে করে মেয়র আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জের মানুষদের বলবো সোচ্চার হওয়ার জন্য। বিশেষ করে আমরা ডান পাশে থাকা মুক্তিযোদ্ধার কমান্ডারকে বলব এত ভয় কিসের? যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তো মৃত্যুকে ভয় পান নাই। তাহলে আজকে যখন রাজাকারের সন্তানরা বসে থাকে আপনাদের সামনে, আপনারা তাদের নেতৃত্বে অনেক কিছু করেন। সেই কথা কেন বলেন না?’

‘২০১১ সালে সিটি করপোরেশনের নির্বাচনে আমাকে জয়ী করার মধ্যে দিয়ে আপনারা জনতার শক্তি কী আপনারা তা দেখিয়েছিলেন, সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। সেইভাবেই সকল কর্মকাণ্ডের সাথে থাকে আপনারা আমাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দেবেন। আপনারা জানেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দলমত, নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। আর সেই কাজের জন্য আমরা সকলের সহযোগিতা চাই।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।

প্রীতি ফুটবল ম্যাচে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাগরিক সমাজ একাদশ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র আইভী।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :