ওসমানী বিমানবন্দরে সোনার বারসহ আটক ১

সিলেট প্রতিনিধি
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:০৯

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২টি সোনার বারসহ দুবাই ফেরত মোমিন উদ্দন মামুন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে তার দেহ তল্লাশি করে বারগুলো উদ্ধার করা হয়।

আটককৃত মোমিন উদ্দিন মামুন গোয়াইনঘাটের সিটিংবাড়ি এলাকার ইনসান আলীর ছেলে। সিলেট কাস্টমসের য্গ্মু কমিশনার মিনহাজ উদ্দিন পালোয়ান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমান অবতরণের পর তল্লাশী চালান। এসময় মিনহাজ উদ্দিনের জুতার ভেতর থেকে ২২টি সোনার বার পাওয়া যায়।

প্রায় আড়াই কেজি ওজনের সোনার বারগুলো বাজারমুল্য প্রায় এক কোটি পাঁচ লাখা টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা মিনহাজ উদ্দিন। আটককৃত মোমিন উদ্দিন মামুনের বিরুদ্ধে চোরাচালনের অভিযোগে মামলা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :