চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৮:০১

চাঁপাইনবাবগঞ্জে রবিউল ইসলাম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন পরিবার ও এলাকাবাসীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যান্যারে এ মানববন্ধন হয়।

বক্তারা বলেন, রবিউল ইসলামকে যারা হত্যা করেছে তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তাদের গ্রেপ্তার না করায় পরিবারসহ এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। আর আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই মানববন্ধনে।

মানববন্ধনে বক্তব্য দেন- মৃত রবিউলের মা উমেসা বেগম, স্ত্রী জেসমিন রুমি, ভাই মনিরুল ইসলাম, ঝিলিম ইউনিয়নের সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে রবিউল ইসলামকে আমনুরা এলাকায় দিনদুপুরে হত্যা করে কয়েক সন্ত্রাসী। আর পরের দিন তার ছেলে ফয়সাল আলি রিয়াদ ১৫ জনের নামে সদর মডেল থানায় মামলা করা হয়।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :