রাজাকারের তালিকায় নাম: রাজাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২

ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ শামসুল আলম ও রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনায়েত হোসেন খানসহ পাঁচ মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রাজাকারের তালিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজাপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা-উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, রাজাকারের তালিকায় যারা বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনায়েত হোসেন খান, শফিকুল আলম, আলতাফ হোসেন, নুরুল ইসলাম খলিফা, তাজুল ইসলাম কাজল শরীফ ও জালাল আহম্মেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :