চলে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক শানাকা

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথেই দেশে ফিরে যাবেন শ্রীলংকার তিন খেলোয়াড়। লংকান দলের আসন্ন ভারত সফরে টি-২০ ক্যাম্পে যোগ দিতে মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলংকার তিন ক্রিকেটার।

কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপক্ষে ও খুলনা টাইগার্সের স্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চট্টগ্রাম পর্ব শেষ করেই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

ভারত সফরের জন্য এই তিন ক্রিকেটারকে ক্যাম্পে যোগ দিতে বলেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে তাদের পরিবর্তে দলগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নিবে তা এখনো ঠিক করেনি। কোচ, অধিনায়ক ও ম্যানেজাররা শীঘ্রই আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নিবেন।

চট্টগ্রাম পর্বে কুমিল্লা ও খুলনার আরও তিনটি করে ম্যাচ রয়েছে। এই তিনটি ম্যাচ খেলেই নিজেদের বিপিএল শেষ করবেন শানাকা-রাজাপক্ষে ও হাসারাঙ্গা। আগামী ৫ জানুয়ারি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে শ্রীলংকা।

(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এসইউএল)