হোসেন্দী ইউপি উপ-নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৯, ১৭:৪০

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রচারণায় সমর্থকদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন। শুক্রবার সকালে উপজেলার লঘুরচর তার বাড়িতে এই সংবাদ সম্মেলন হয়।

এসময় আক্তার হোসেন অভিযোগ করেন, প্রতীক পাওয়ার পর বিধিসম্মতভাবে তিনি ও তার সমর্থকরা প্রচারণা চালাচ্ছিলেন। এর মধ্যে গত শুক্রবার রাতে জামালদী এলাকায় তার দুই সমর্থক জাহিদ ও রায়হানকে পিটিয়ে আহত করে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকরা। এ সময় তারা তার ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলে ও প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে পৃথক ঘটনায় সামছুদ্দিন (৩৪) নামে অপর সমর্থকের উপরেও মিঠুর লোকজন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। দুটি ঘটনায় থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে।

এছাড়াও গত বৃহস্পতিবার ইসমানিরচর ও গোয়ালগাঁও গ্রামে তার সমর্থকদের মারধর ও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে না গেলে তাদেরও গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়াতে অনুরোধ ও নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খালা বাহিনীর সদস্য মোতায়েন করারও দাবি করেন এই স্বতন্ত্র প্রার্থী।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যুর কারণে পদটি শূন্য হয়। ৩০ ডিসেম্বর এখানে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :