পাবনা চিনিকলে আখ মাড়াই শুরু

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:২৭

ঈশ্বরদী প্রতিনিধি, ঢাকাটাইমস

ঈশ্বরদীর কালিকাপুর পাবনা চিনিকলের ২০১৯-২০ মৌসুমের আখ মাড়াই শুক্রবার বিকালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক কবীর মাহমুদ প্রধান অতিথি থেকে আখ মাড়াই উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সেলিম।

বক্তব্য রাখেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার এবং আখ চাষি ফেডারেশেনের মহাসচিব শাজাহান আলী বাদশা।

এসময় মহাব্যবস্থাপক (অর্থ) ওয়াকার হোসেন, জিএম (প্রশাসন) সিদ্দিক আলী, জিএম (কারখানা) মাহমুদুল হক, জিএম (কৃষি) হুমায়ন কবীর, সিবিএ সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, আখচাষি আনসার আলী ডিলুসহ আখচাষি, মিলের কর্মকর্তা-শ্রমিক-কর্মচারী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাড়াই মৌসুমে ৬৫ দিনে ৮২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬,৫৬০ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের পরিমাণ ধরা হয়েছে শতকরা ৮ ভাগ।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এলএ)