পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি আইন সংশোধনের দাবি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন করেছে নবগঠিত পার্বত্য চট্টগ্রামভিত্তিক বাঙালি সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’। মানববন্ধনে বক্তারা আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সকল কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান।

শনিবার সকালে রাঙামাটি বনরূপা বাজারে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধন চালাকালে বক্তব্য দেন- স্টিয়ারিং কমিটির সদস্য পারভেজ তালুকদার, মাওলানা আবু বক্কর, মো. শাহজাহান, মোরশেদা আক্তার।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন একটি কালো আইন। এ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্ধেক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। কমিশনে পাহাড়ের অর্ধেক জনগোষ্ঠী বাঙালিদের কোন প্রতিনিধি নেই। তাই এ কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তাই অবিলম্বে এ কমিশন আইন সংশোধন করা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালযের সামনে গিয়ে শেষ হয়।

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সব বাঙালি সংগঠনগুলো বিলুপ্ত করে সম্প্রতি ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ গঠন করা হয়। সংগঠনটির গঠনের পর এটিই প্রথম কর্মসূচি।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :