দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধবংস করতে হবে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘জাতিকে আরেক ধাপ উঠাতে সুশাসন ও রাজনৈতিক শান্তিসহ নয়টি পদক্ষেপ দিতে হবে।’ তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে। সকল স্তরে সুশাসন ও বিএনপি-জামায়াতদের বিতাড়িত করে রাজনীতির মাঠে শান্তি ফিরাতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত যতদিন আত্মসমর্পনে বাধ্য না হবে, ততদিন রাজনীতির মাঠে অশান্তির সম্ভবনা চলতেই থাকবে।’

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে উপজেলা জাসদ ছাত্রলীগের সম্মেলন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন প্রমুখ।

শেষে আশিকুর রহমান লিমনকে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তুষার হোসেন সাধারণ সম্পাদক এবং মিলন হোসেনকে ভেড়ামারা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাফিন আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

দেশের প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

বিএনপিকে প্রতিহত করে বিজয় সুসংহত করতে হবে: ওবায়দুল কাদের 

উপজেলায়ও সমঝোতা চায় ১৪ দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ 

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :