শিক্ষকতা ছেড়ে দেয়ার সময় হয়েছে

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৯, ১৬:৩২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ১০:১০

রুশাদ ফরিদী
রুশাদ ফরিদী

শিক্ষকতা ছেড়ে দেয়ার সময় হয়েছে। চোখের সামনে ডাকসু ভিপি নুরু আর অন্যান্য ছাত্রদের মেরে শেষ করে ফেলা হল। কিছুই করতে পারলাম না। নিজেদের ছাত্রদের রক্ষা করতে পারি না- এই শিক্ষকতার কি দাম আছে? ডাকসু অফিসের দোতলায় উঠে দেখি কেউ কেউ পানি পানি বলে চিতকার করছে। কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে।

ওরা দরজা বন্ধ করে বসেছিল। বারবার আশ্বাস দেয়ার পরেও ভয়ে দরজা খুলছে না। বলছিল, লাইট নিভিয়ে দিয়ে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারা হয়েছে। কয়েক বোতল পানি শুধু এগিয়ে দিতে পারলাম।

এইটা একটা বিশ্ববিদ্যালয়? আর আমিও একজন শিক্ষক? ছিঃ ছিঃ ছিঃ।

লেখক: শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়