চলনবিলে পাখি শিকারের ১০টি ফাঁদ ধ্বংস

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৯, ১৮:০৯

সিংড়ার চলনবিলে পাখি শিকারীদের কাছ থেকে ১০টি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রবিবার সকালে সিংড়ার চলনবিলের তারাশ-বারুহাস রাস্তার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ফাঁদগুলো জব্দ করা হয়। পরে ফাঁদগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষরণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী প্রভাষক হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিক প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতের শুরুতে চলনবিলে মাছ খাওয়ার লোভে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে। আর এই সুযোগে কিছু অসাধু শিকারী কারেন্ট জালসহ বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকারে মেতে ওঠে।

রবিবার সকালে পাখি শিকারে রোধে বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। অভিযানে ১০টি কারেন্ট জালের ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। এ সময় দুইজন পাখি শিকারী দৌড়ে পালিয়ে যায়।

ঢাকাটাইমস/২২ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :