ঠাকুরগাঁওয়ে শিশু সুমনা হত্যার বিচার দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:৩০

তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঠাকুরগাঁও শহর। রবিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে বিচারের দাবি জানায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে ঠাকুরগাঁও সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসককে ঘেরাও করে। এসময় শিক্ষার্থীরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। তারা জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

এরপর বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে যায় এবং পুলিশ সুপার মনিরুজ্জামান বরাবরে আরেকটি স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ জেলা বিভিন্ন স্তরের জনতা অংশ নেয়।

স্মারকলিপিতে শিশু সুমনা হককে হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের কঠোর শাস্তির দাবিসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রকাশ থাকে যে, বৃহস্পতিবার সুমনার লাশ উদ্ধার হওযার পর থেকে গত দুদিন (শুক্রবার ও শনিবার) বিক্ষোভ করে সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে প্রতিবেশী সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমনা হক ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। তাকে পুলিশ গ্রেপ্তার করে ইতোমধ্যে যশোহর কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :