বিরামপুরে ছয় জুয়াড়ির কারাদণ্ড

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের বিরামপুরে ছয় জুয়াড়িকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান শনিবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের এই রায় দেন। পরে রবিবার সকালে পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুর গ্রামের আফজাল ও বাবু, ভাইগড় গ্রামের মনজের ও মেহের, নিশিবাপুর গ্রামের ফরহাদ এবং আঁচলকোল গ্রামের একরামুল হক।

থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার গভীর রাতে উপজেলার শিবপুর বাজারে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়। আটকদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি ছয় জুয়াড়িকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএ)