‘সব ধরনের মিউজিক শিখতে চাই’

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:২১ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ১০:২১

দেশের সংগীতাঙ্গনের বর্তমান সময়ের একজন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির ফিউশনের সঙ্গে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য তিনি সমধিক পরিচিত। একক ও মিশ্র অ্যালবামের পাশাপাশি তিনি চলচ্চিত্রের জন্যও গান করেন। গান গেয়েছেন কলকাতার ছবিতেও। সম্প্রতি দেয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এই সংগীত তারকা কথা বলেন তার পছন্দ, ভালো লাগা, জীবনের ইচ্ছা ও সংগীতের নানা বিষয় সম্পর্কে।

তিন শব্দে নিজেকে বর্ণনা করুন

আসলে এখনও চিন্তা করি যে আমি কেমন

আপনার শৈশবের প্রিয় স্মৃতি কোনটি?

শিশু হয়ে জন্ম নেয়াটাই আমার শৈশবের প্রিয় স্মৃতি।

আপনাকে যদি কোনো দৈবশক্তি দেয়া হয়, কোনটা নেবেন?

আমি দরিদ্রতাকে শেষ করে দেয়ার শক্তি চাইবো।

আপনার জীবনের প্রধান তিনটি ইচ্ছা কী কী?

প্রথমটা হলো, আমি বিশ্বের বহু দেশ ভ্রমণ করতে চাই। দ্বিতীয়, গানের প্রতি ভালোবাসাটা আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই এবং সব ধরনের মিউজিক শিখতে চাই। তৃতীয়টি হলো, ভবিষ্যতে একটা ভিলা বা বিচ বাংলোর মালিক হতে চাই।

জীবিত অথবা মৃত কোন সংগীত তারকার সঙ্গে কাজ করার ইচ্ছা?

বলিউডের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান।

ভ্রমণের জন্য আপনার প্রিয় জায়গা কোনটি?

দক্ষিণ এশীয় দেশগুলোতে যেতে আমার ভালো লাগে

আপনার প্রিয় খাবার কী?

চাইনিজ খাবারগুলো আমি বেশি পছন্দ করি।

আপনার জীবনের প্রথম ক্রাশ কে?

বলিউড অভিনেত্রী জুহি চেওলা।

আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি?

এটা বলা কঠিন। কারণ প্রতিটি সিনেমা আমাকে আলাদা আলাদা অনুভূতি দেয়।

অন্য কোনো প্রাণী হতে পারলে কোনটি হবেন?

আমি আর কোনো প্রাণী হতে চাই না। কারণ, সৃষ্টিকর্তা আমাকে সবচেয়ে উত্তম প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন।

লটারি জিতলে কী করবেন?

প্রথমেই মনের ইচ্ছাগুলো পূরণ করব। তবে বিলাসবহুল জীবন কাটাতে চাই না। আমার বিলাসিতা শুধু বিদেশ ভ্রমণ এবং থাকার জন্য সুন্দর একটা বাড়ি।

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :