চাঁদপুরে জাটকা-পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৮:০১

চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকা ইলিশ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাট ও বাবুরহাট বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদে বড় স্টেশন মাছ ঘাটে অভিযান চালানো হয়। এসময় ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।

অপর এক অভিযানে সদর উপজেলার বাবুরহাট বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ ভ্যানভর্তি ৪৫ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :