কুড়িগ্রামে এখনও বইছে শৈত্যপ্রবাহ, জনজীবনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩০

কুড়িগ্রামে টানা মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাথে উত্তরের হিমেল হাওয়ায় কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে এখানকার নিম্ন আয়ের মানুষদের।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত তিন দিনে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা ওঠানামা করলেও ঠান্ডার প্রকোপ কমেনি। গত এক সপ্তাহ যাবত প্রচণ্ড শীতে কাতর এখানকার জনজীবন। অতিরিক্ত ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে চান না অনেকেই। এদিকে, জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়েছে পাঁচজন। গত তিন দিনে জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগে ভর্তি হয়েছে ৭০ জনেরও অধিক।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :