‘পার্বত্যবাসীর স্বার্থ রক্ষা করতেই ভূমি কমিশন’

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫৭

‘পার্বত্যবাসীর স্বার্থ রক্ষা করতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কাজ করবে। বাংলাদেশ সংবিধানের বাইরে কোন কিছু করা হবে না। এ আইন দিয়ে কারোর প্রতি বৈষম্য করা হবে না। যদি আইন সংশোধন করার প্রয়োজন মনে হয়, তা সরকার করবে। এর ভিত্তিতে আমরা কাজ করব। আইন সংশোধন কমিশনের কাজ নয়।’

সোমবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ ভবনে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ে কমিশনের বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের বলেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অব.) আনোয়ার উল হক। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক চলে।

তিনি বলেন, আজ বৈঠক শুরু আগে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের দাবিগুলো আমরা সরকারের কাছে পাঠিয়ে দেব।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :