পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪১
ফাইল ছবি

পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিন শেখ নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।

মঙ্গলবার ভোররাত চারটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আমিন শেখ উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, সদর উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সেখানে আমিন শেখকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি রামদা, একটি চাপাতি ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :