লেবাননে অবৈধ কর্মীদের ধৈর্য ধরতে বললেন রাষ্ট্রদূত

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

জেল-জরিমানা ছাড়া দেশে ফিরতে নাম নিবন্ধন প্রত্যাশীদের ধৈর্য ধরতে বললেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

তিনি বলেন, প্রথম ধাপের অধিকাংশ কর্মীদের পাঠানো হলেই দ্বিতীয় ধাপে নাম নিবন্ধন শুরু হবে। হয়ত একটু সময় লাগবে, তবে কর্মসূচি বন্ধ হবে না।

বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটি আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানান।

লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সির সভাপতিত্বে এবং সহসভাপতি রুবেল আমিন ও যুগ্ম সম্পাদক আলমগীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, লেবানন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, সিনিয়র সহসভাপতি সুফিয়া আক্তার বেবী, সহসভাপতি মোহাম্মদ আলী, বাবুল মিয়া, উপদেষ্টা সদস্য জাকির হোসেন, সহসভাপতি রুহুল আমীন, লেবানন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, লেবানন শ্রমিকদলের সভাপতি শুভ মুন্সিসহ অনেকে।

আরো ছিলেন- বারবির শাখা সভাপতি শেখ করিম, হাফেজ মতিউর রহমান, সাফরা শাখা সভাপতি খোরশেদ আলম, মাজরাট ইসু শাখা সভাপতি সবুজ দেওয়ান, আইন আল দিলবি শাখা সভাপতি তাইজুল ইসলাম, মাজরাট ইসু শাখার উপদেষ্টা শাহেদ মিয়া, সাফরা শাখা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মার ইলিয়াস শাখার উপদেষ্টা সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আলামীন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহসীন মৃধা।

আরো বক্তব্য রাখেন, লাইলাকি শাখার সভাপতি আরিফুর রহমান বাদল, বারবির শাখার সাধারণ সম্পাদক কাজল মিয়া, দপ্তর সম্পাদক শাহিন মির্জা, যুবলীগের সিনিয়র সহসভাপতি নাজমুল ইসলামসহ অনেকে।

বক্তারা বিজয় দিবসের উপরে আলোকপাত করেন, এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে লেবাননের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :