শীত নিবারণ করতে গিয়ে আগুনে পুড়ে অঙ্গার বৃদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের সময় পুড়ে মারা গেছেন রজিমা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা। বুধবার রাত সাতটার দিকে ভোমরাদহ ইউনিয়নের সেনুয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রজিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এছাড়া আগুনে নগদ টাকা ও তিনটি ঘরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

পীরগঞ্জ দমকলবাহিনী জানায়, শীত নিবারণের জন্য রজিমা বেওয়া বিছানার নিচে মাটির পাত্রে আগুন রেখে ঘুমিয়ে পড়েন। পরে আগুন মশারিতে লেগে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ঘরেই মারা যান বৃদ্ধা রমিজা। এছাড়া পুড়ে যায় তিনটি ঘর। খবর পেয়ে পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক আগুনে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনে ওই পরিবারের তিনটি ঘর ও মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও পরিবারটিকে শীতবস্ত্র ও শুকনা খাবার দেওয়া হয়।

ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :