পাঁচ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪

ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে বস্তাবোঝাই ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করেছে কোস্টগার্ড। এসব পণ্যের বাজার মূল্য অনুমানিক পাঁচ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাটে অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দক্ষিণ জোনের কামান্ডারের পক্ষে লে. ওয়াসিম আকিল জাকির।

তিনি আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদে ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ট্রলারটিকে ধাওয়া করলে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলারটিকে রেখে মাঝি ও ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩৪৫টি বস্তা ২৫ হাজার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়।

আইনিপ্রক্রিয়া শেষে জব্দ শাড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :