চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল মেলা শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৩২

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান।

কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে এবং নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সহযোগিতায় ওই মেলার আয়োজন করা হয়।

ফিতা কাটার আগে নজরুল স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় ভারতের কলকাতা ছায়ানট শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশের নজরুল স্মৃতি সংসদের শিল্পীরা নজরুল সংগীত ও কবিতা পরিবেশন করেন। মেলার মূল আকর্ষণ ছিল নাগরদোলা, সিনেমা প্রদর্শন ও দুখু মিয়ার জারিগানসহ বাচ্চাদের খেলনা ও হরেক রকম খাবারের দোকান। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :