ময়মনসিংহে ‘জেএমবির দুই সদস্য’ গ্রেপ্তার

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে ‘জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্য’কে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।  বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে র‌্যাব-১৪ এর একটি টিম গোপন খবরে জানতে পারে ‘ময়মনসিংহ সদরের বাইপাস মোড় থেকে ঢাকা রোডের আকিজ পাম্পের পাশে নির্মাণাধীন মসজিদের পাশে একদল লোক নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে।’

র‌্যাব-১৪ এর একটি টিম খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

আটকদের সঙ্গে থাকা দুইটি ব্যাগের ভেতর থেকে ছয়টি উগ্রবাদী বই, একটি লিফলেট এবং দুইটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)