এথেন্সে ইউরো-বাংলা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

জহিরুল ইসলাম, গ্রিস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

গ্রিসে বিজয় দিবস উদযাপন করেছে এথেন্সে ইউরো-বাংলা প্রেসক্লাব। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানী এথেন্সে বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মিলনায়তনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়।

প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসির পরিচালনায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, মহান মুক্তিযুদ্ধ চলার সময়ে সাংবাদিকরা বহির্বিশ্বে বাংলাদেশের সার্বিক তথ্য তুলে ধরেছিলেন বলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি চর্চায় প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রবাসী সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার সুফল ভোগ করতে হলে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

এ সময় আলোচনায় অংশ নেন গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বৃহত্তর ফরিদপুর ফেডারেশন ইন গ্রিসের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রহিম, মুক্তিযোদ্ধা সন্তান রফিক হাওলাদার, গ্রিস জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসার হৃদয়, গ্রিস জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রিপন, মোরসালিন আহমদ, প্রেসক্লাব নির্বাহী সদস্য ইকবাল হোসেন, এমদাদ চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা সেলিম আহমেদ, জহির উদ্দিন, রাজিব আহমেদ, মাহবুব আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :