সরকারি অনুদানে হল নির্মাণের দাবি ইকবালের

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০

বাংলা চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী প্রযোজক মোহাম্মদ ইকবাল। ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শুটার’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কিছু ছবি তিনি প্রযোজনা করেছেন। শাকিবের বিশেষ বন্ধু হিসেবে তিনি পরিচিত। সদ্য শেষ হয়েছে কাজী হায়াত পরিচালিত ‘বীর’-এর শুটিং। এ ছবির সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল এবং নায়ক শাকিব খান। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বও রয়েছে তার কাঁধে।

সম্প্রতি এই প্রযোজক কথা বলেন সরকারি অনুদান প্রসঙ্গে। বলেন, ‘অনুদান নীতিমালার ১২ (ছ) ধারায় আবেদনকারী প্রযোজক বা পরিচালকের সাক্ষাৎকার নেয়ার কথা বলা থাকলেও বর্তমানে তা মানা হচ্ছে না। এমন পরিচালকদের প্রস্তাবিত চলচ্চিত্রকে অনুদান দেয়া হচ্ছে, যাদের চলচ্চিত্র নির্মাণের সঙ্গে কোনো পূর্ব সংশ্লিষ্টতা নেই। এমন প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রযোজককে অনুদান দেয়া হচ্ছে, যাদের আর্থিক সক্ষমতা স্পষ্ট নয়।’

ইকবাল বলেন, ‘সাধারণত যেসব সিনেমাকে সরকারি অনুদান দেয়া হয় সেগুলো কেউ দেখে না। কখন কোথায় সিনেমাটি মুক্তি পায়, কেউ জানে না। অনুদানপ্রাপ্ত সিনেমার নির্মাতারা নিজেরা নিজেরা সিনেমার প্রদর্শন করেন। কিন্তু যেসব সিনেমা মানুষ দেখে সেগুলো সরকারি অনুদান পায় না। আমরা তথ্যমন্ত্রীর কাছে বাণিজ্যিক সিনেমাকে সরকারি অনুদান দেয়ার অনুরোধ করছি। তবে মানহীন বাণিজ্যিক সিনেমাকে নয়। ’

তিনি বলেন, ‘একটি বিষয় বিবেচনা করা যেতে পারে যে, সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদানে যে টাকা একজন প্রযোজক পান, সে টাকাগুলো একত্রিত করে অনেকগুলো হল নির্মাণ করা সম্ভব। আমাদের সিনেমার সংকট নেই, রয়েছে হল সংকট। আমরা সিনেমা নির্মাণ করে সেটাকে যথাযথভাবে দর্শকদের কাছে পৌছে দেব, সেই জায়গাটা ঠিক নেই। এটাই আমাদের মূল সমস্যা। তাই আগে সিনেমা চালানোর ব্যবস্থা করতে হবে।’

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :