জন্মদিনে কুড়িগ্রামে সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২

সাইফুর রহমান শামীম, ঢাকাটাইমস

নানা আয়োজনে জন্ম শহর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে সমাধির পাশে দিনব্যাপী সৈয়দ শামসুল হক মেলা ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোগে সৈয়দ হকের বর্ণাঢ্য জীবনের আলোকচিত্র প্রদর্শনির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।ৎ

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। 

এ সময় বক্তারা কবির সমাধিকে ঘিরে প্রস্তাবিত স্মৃতি কমপ্লেক্স দ্রুত নির্মাণের দাবি জানান। পরে শহরের পিটিআই চত্ত্বরে কবি সৈয়দ হকের কর্মময় জীবনের উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
সব্যসাচী লেখন সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামের পুরাতন শহরে জন্ম গ্রহণ করেন। গুনি এই লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পরলোক গমন করেন। তার শেষ ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তাকে সমাহিত করা হয়। 

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএস