ভান্ডারিয়ায় জমির বিরোধে আইনজীবীর সহকারীকে পিটিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:১০ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আল-আমীন খান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জসিম খান গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু প্রতিপক্ষ জসিম খান গং ওই জমিতে পাকা ভবনের কাজ শুরু করলে নিহতের পিতা ও মেঝ ভাই রিয়াজ খান ওই দিন এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার বিকালে জসিম খান ও মনা খান আল-আমিনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকি দেয়া হয়। এর প্রতিবাদ করলে জসিম খান ও মনা খান তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খুলনা হাসপাতালে তার মৃত্যু হয়।

ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আল-আমীন খান ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মান্নান খানের ছেলে। তিনি ঢাকায় আইনজীবীর সহকারী হিসাবে কাজ করেন।

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :