তাপস মেয়র হলে ঢাকা-১০ উপনির্বাচনে প্রার্থী তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৪

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রার্থী হলে তার আসনে (ঢাকা-১০) উপনির্বাচনে প্রার্থী করা হবে তার স্ত্রী আফরিন তাপসকে। দলের হাইকমান্ডের সঙ্গে এমনই আলোচনা হয়েছে জানা গেছে তাপসের ঘনিষ্ঠজন ও দলীয় সূত্রে। তাপস এই আসনে পর পর তিনবারের সাংসদ।

ঢাকার দুই সিটির নির্বাচন সামনে রেখে গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। উত্তর সিটিতে তেমন বড় কেউ নির্বাচনে আগ্রহ না দেখানোয় বর্তমান মেয়র আতিকুলের মনোনয়ন নিশ্চিত। কিন্তু দক্ষিণের মেয়র সাঈদ খোকনের ভাগ্য ঝুলে গেছে ব্যারিস্টার তাপসের কারণে। দলের একটা বড় অংশ মনে করছে তাপসই পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাঈদ খোকনের বিকল্প কোনো সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ্যে আসেনি। গত বুধবার ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়ন ফরম সংগ্রহ করলে জমে ওঠে আলোচনা। বিভিন্ন মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নের দাবি উঠতে থাকে।

তাপসের মনোনয়ন পাওয়ার সম্ভাব্যতার পেছনে তারা ঢাকা-১০ আসেন উপনির্বাচনে প্রার্থী নির্ধারণ করে রাখার কথা সামনে আনছেন। তারা বলছেন, সাংসদ তাপস মেয়র পদে নির্বাচন করলে তার শূূন্য আসনের কী হবে, সে ব্যাপারে দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ সারা হয়েছে আগেই। তাই শীর্ষ মহলের সবুজ সংকেত নিয়েই মাঠে নেমেছেন তাপস।

দলীয় নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, তাপস যদি দলীয় মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন, তাহলে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রার্থী করা হবে তার স্ত্রী আফরিন তাপসকে। সেভাবেই তার সঙ্গে কথা হয়েছে দলের হাইকমান্ডের।

এদিকে মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কান্নাকাটি করেছেন। এবারের জন্য হলেও যেন তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়, সেই অনুরোধ করেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, এক কঠিন সময় পার করছেন তিনি। এ সময় অঝর কান্না করেন মেয়র।

দলীয় মনোনয়ন জমার শেষ দিনে আজ শুক্রবার খোকন ও তাপস দুজনই জমা দিয়েছেন মনোনয়ন ফরম। তাদের মধ্য থেকে কাকে বেছে নেবে দল, সেই ধোঁয়াশা কাটতে অপেক্ষা করতে হবে শনিবার সন্ধ্যা ছয়টায় গণভবনে বসতে যাওয়া আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা পর্যন্ত। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় চূড়ান্ত হবে কার হাতে দেওয়া হবে দক্ষিণের নোকার হাল।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এনএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিরস্থায়ী ক্ষমতার চুক্তিতে ‘মুসলিম ক্লিন’ মিশনে আওয়ামী সরকার: রাশেদ প্রধান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা কাকনকে দেখতে গেলেন সালাম

নাশকতার ১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক হোসেন 

আ.লীগের নেতারা ভাঁওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :