কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:১৩ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:১৫

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। সুতরাং, প্রথমে ব্যাট করতে নেমেছে রাজশাহী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ৯.৪ ওভারে ২ উইকেটে ৮০ রান। মিরপুরে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।

গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছিল কুমিল্লা। ওই ম্যাচে কুমিল্লার ডেভিড মালান সেঞ্চুরি করেছিলেন। কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা তার দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এই কারণে মালানকে অধিনায়ক করেছে কুমিল্লা।

কুমিল্লার এটি সপ্তম ম্যাচ। আগের ৬ ম্যাচের মধ্যে তারা ২টিতে জয় পায় ও চারটিতে হারে। ৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে, রাজশাহীর এটি ষষ্ঠ ম্যাচ। আগের ৫ ম্যাচের মধ্যে তারা ৪টিতে জয় পায়। ৮ পয়েন্ট নিয়ে রাহশাহী এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রাজশাহী একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মোহাম্মদ ইরফান।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: অঙ্কন (উইকেটরক্ষক), ডেভিড মালান (অধিনায়ক), সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, রবিউল ইসলাম রবি, মুজিব উর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, ডেভিড ওয়াইজ।

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :