দুই গোলে এগিয়ে থেকেও ম্যানসিটির হার

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ধাক্কা দিল অনামী উলভারহ্যাম্পটন৷ গতবারের চ্যাম্পিয়ন সিটিকে শুক্রবার ঘরের মাঠে ৩-২ হারাল তারা৷ ১০ জনের ম্যানসিটিকে জোড়া গোল করে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং৷ ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত দাপট ছিল পেপ গুয়ার্দিওয়ালর দলের৷ কিন্তু তারপর টানা তিন গোল হজম করে উলভসের কাছে হার হজম করে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি৷

প্রতিপক্ষের মাঠে শুরুতেই বড় একটা ধাক্কা খায় সিটি। পর্তুগীজ ফরোয়ার্ড দিয়েগো জোতাকে ডি-বক্সের বাইরে এসে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সিটি গোলরক্ষক এদেরসন। রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে৷ টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, ভারসাম্য হারিয়ে নিজেই পড়ে গিয়েছিলেন জোতা।

ম্যাচের ১২ মিনিটে এদেরসন মাঠ ছাড়ায় আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরোকে বসিয়ে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে নামান ম্যান সিটির কোচ গুয়ার্দিওয়ালা। ২২ মিনিটে রিয়াদ মাহরেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। প্রথমে গোলকিক দিয়েছিলেন রেফারি, পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদল করেন তিনি।

স্টার্লিংয়ের স্পট-কিক অবশ্য প্রথমবার বাঁচিয়ে দিয়েছিলেন গোলরক্ষক রুই পাত্রিসিও৷ কিন্তু শট নেওয়ার আগে গোলরক্ষক গোললাইন থেকে মুভ করায় আবার পেনাল্টি দেন রেফারি৷ এবারও ঝাঁপিয়ে স্টার্লিংয়ের শট রুখে দেন পাত্রিসিও, কিন্তু ফিরতি বল ফাঁকা জালে পাঠাতে ভুল হয়নি ইংলিশ এই মিড-ফিল্ডার। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়েন গুয়ার্দিওয়ালার ছেলেরা৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান স্টার্লিং। ৫৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের কাছ থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন ইংলিশ মিডিও। তবে ২-০ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি৷ পাঁচ মিনিটের মধ্যে ত্রাওরের গোলে ব্যবধান কমায় উলভারহ্যাম্পটন। ৮১ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল দলটি। ত্রাওরের কাছ থেকে বল পেয়ে ৮২ মিনিটে সমতা আনেন রাউল হিমেনেজ।

ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ ৮৯ মিনিটে হিমেনেজের কাছ থেকে বল পেয়ে উলভসকে অপ্রতাশিত জয় এনে দেন ম্যাট ডোহার্টি৷ তবে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন স্টার্লিং। তাঁর শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।

১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিটি। ৩২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল উলভারহ্যাম্পটন। আর ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর চারে থাকা চেলসির পয়েন্ট ৩।

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এসইউএল)