ফ্রি কিকে গোলের রহস্য ফাঁস করলেন মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪

বার্সেলোনায় লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-নেইমার ত্রিফলা দু’বছর আগে ভেঙে গিয়েছে। কিন্তু মাঠের বাইরে ছবিটা বদলায়নি। সুয়ারেজের বিবাহবার্ষিকীতে ফের এক ফ্রেমে তারকাত্রয়ী।

বৃহস্পতিবার রাতে উরুগুয়েতে সতীর্থের দশম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেল্লা ও বড় ছেলে থিয়াগোকে নিয়ে হাজির হয়েছিলেন মেসি। ছিলেন জর্ডি আলবা, সের্খিয়ো বুস্কেৎসের মতো বার্সেলোনার অন্যান্য তারকারাও। কিন্তু আকর্ষণের কেন্দ্রে ছিলেন এমএসএন (মেসি, সুয়ারেস ও নেইমার)।

উৎসবের আবহেই মেসি ফাঁস করলেন তাঁর ফ্রি কিক থেকে গোল করার রহস্য। এখনও পর্যন্ত ৫২টি গোল ফ্রি কিক থেকে করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এই মৌসুমে লা লিগায় এখনও পর্যন্ত ১২টি ফ্রি-কিক নিয়েছিলেন তিনি। গোল করেছেন চারটি। অবিশ্বাস্য সাফল্যের রহস্যটা কী?

এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী মেসি বলেছেন, ‘শট নেওয়ার আগে ভাল করে পর্যবেক্ষণ করি গোলরক্ষককে। কীভাবে সে মানবপ্রাচীর সাজিয়েছে। কীভাবে নিজেকে প্রস্তুত করছে বল আটকানোর জন্য। ফ্রি-কিকের সময় দাঁড়িয়ে থাকছে, না এগোচ্ছে— সব কিছু খুঁটিয়ে দেখেই শট মারি।’

ছ’টি ব্যালন ডি’অর জয়ী তারকা যোগ করেন, ‘দিনের পর দিন এভাবে ফ্রি-কিক অনুশীলন করেছি। ধীরে ধীরে উন্নতি করেছি।’

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :