কুমিল্লাকে ১৯১ রানের লক্ষ্য দিলো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:১২

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান সংগ্রহ করেছে রাজশাহী রয়্যালস। সুতরাং, জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৯১ রান।

দলের পক্ষে ১৯ বলে ২৪ করেছেন লিটন দাস। ৩০ বলে ৪৩ করেন আফিফ হোসেন। ৩৮ বলে ৬১ করেন শোয়েব মালিক। ২১ বলে ৩৭ করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। কুমিল্লার বোলারদের মধ্যে মুজিব উর রহমান ১টি, সানজামুল ইসলাম ১টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

রাজশাহী ব্যাটিংয়ে নেমে দর্দান্ত সূচনা করে। পাওয়ারপ্লে তথা প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তোলে তারা। সপ্তম ওভারে ভাঙে ওপেনিং জুটি। ফিরে যান লিটন দাস। সানজামুলের বলে রনির হাতে ক্যাচ হন তিনি। দলীয় ৮০ রানে সৌম্যর বলে বোল্ড হন অপর ওপেনার আফিফ।

এরপর মালিক-বোপারা জুটিতে এগোতে থাকে রাজশাহী। দলীয় ১০৬ রানে মুজিব ‍উর রহমানের বলে বোল্ড হন বোপারা। পরে বোপারা ও রাসেল ৮৪ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করেন।

গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছিল কুমিল্লা। ওই ম্যাচে কুমিল্লার ডেভিড মালান সেঞ্চুরি করেছিলেন। কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা তার দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এই কারণে মালানকে অধিনায়ক করেছে কুমিল্লা।

কুমিল্লার এটি সপ্তম ম্যাচ। আগের ৬ ম্যাচের মধ্যে তারা ২টিতে জয় পায় ও চারটিতে হারে। ৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে, রাজশাহীর এটি ষষ্ঠ ম্যাচ। আগের ৫ ম্যাচের মধ্যে তারা ৪টিতে জয় পায়। ৮ পয়েন্ট নিয়ে রাহশাহী এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী রয়্যালস ইনিংস: ১৯০/৪ (২০ ওভার)

(লিটন ২৪, আফিফ ৪৩, শোয়েব ৬১, বোপারা ১০, রাসেল ৩৭*; আবু হায়দার ০/৩১, মুজিব উর রহমান ১/২৫, আল-আমিন হোসেন ০/৪৯, ডেভিড ওয়াইজ ০/৩০, সানজামুল ইসলাম ১/২০, রবি ০/১৪, সৌম্য ১/১৮)।

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :