নানিয়াচরে বৌদ্ধবিহার নির্মাণ শেষে ভিক্ষু সংঘকে দান

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৯

রাঙামাটির নানিয়াচরে বাকছড়ি এলাকায় নব নির্মিত বাকছড়ি অত্তদীপা বৌদ্ধবিহার ভিক্ষু সংঘকে দান করেছেন এলাকাবাসী।

শনিবার সকালে সকালে জাতীয় ও বুদ্ধ পতাকা উত্তোলন আর বৌদ্ধ সংগীতের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

বিহার দান উপলক্ষে বৌদ্ধ বিহার এলাকায় কম্মবাচা পাঠ, বুদ্ধ মূর্তি জীবন দান, বুদ্ধি মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দানসহ বিবিধ দান সম্পাদন করা হয়।

পরে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো, বুদ্ধ দত্ত ভান্তেসহ অনেকে ধর্মীয় নির্দেশনা দেন।

এ অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলাসহ দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিয়ে বিহারটি নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হলে এটি ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করেন।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :