খুলনার সামনে ১৫৮ রানের লক্ষ্য

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:২০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:১০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে সিলেট থান্ডার। সুতরাং, জিততে হলে খুলনাকে করতে হবে ১৫৮ রান।

সিলেটের পক্ষে ২৪ বলে ৩৭ করেন ওপেনার ফ্লেচার। ৪৪ বলে ৩৯ করেন অপর ওপেনার রুবেল মিয়া। ১২ বলে ১৭ করেন চার্লস। ২০ বলে ২৬ করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ১৮ বলে ২৩ করে অপরাজিত থাকেন অধিনায়ক মোসাদ্দেক।

খুলনার বোলার মোহাম্মদ আমির ৪ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। অন্যদিকে, ফ্রাইলিঙ্ক ৫৮ রান দিলেও দুইটি উইকেট শিকার করেন। ২৬ রান দিয়ে ২ উইকেট নেন শহীদুল।

সিলেট ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিল। দুই ওপেনার ৬২ রানের জুটি গড়েন। নবম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়ে ফেরেন ফ্লেচার। অবশ্য আম্পায়ার প্রথমে আউট দেননি ফ্লেচারকে। পরে খুলনার অধিনায়ক মুশফিক রিভিউ নিয়ে সফল হন।

১৩তম ওভারে ফ্রাইলিঙ্কের বলে ছক্কা হাঁকাতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন চার্লস। ১৪তম ওভারে রুবেল মিয়া ও মিথুনকে বিদায় করেন শহীদুল ইসলাম।

টুর্নামেন্টে এর আগেরবারের দেখায় সিলেটের কাছে ৮০ রানে হেরেছিল খুলনা। ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। সিলেটের আজ সপ্তম ম্যাচ। আগে তারা মাত্র একটিতে জয় পেয়েছে। ২ পয়েন্ট নিয়ে তারা এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে। অন্যদিকে, খুলনার আজ সপ্তম ম্যাচ। ৮ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় অবস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার ইনিংস: ১৫৭/৪ (২০ ওভার)

(আন্দ্রে ফ্লেচার ৩৭, রুবেল মিয়া ৩৯, জনসন চার্লস ১৭, রাদারফোর্ড ২৬*, মিথুন ০, মোসাদ্দেক ২৩*; মোহাম্মদ আমির ০/১৭, ফ্রাইলিঙ্ক ২/৫৮, তানভীর ইসলাম ০/২৩, শফিউল ইসলাম ০/৩০, শহীদুল ইসলাম ২/২৬)।

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এসইউএল)