চিলমারী নৌ-বন্দরের সঙ্গে রৌমারীকে যুক্ত করা হবে: খালিদ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ২১:০৪

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, চিলমারী নৌ-বন্দরের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারীকে যুক্ত করা হবে। ফলে এ অঞ্চলের নদীভাঙন কবলিত দরিদ্র জনগণ স্বল্পখরচে নৌ-পথে জেলা শহরে যাতয়াত ও মালামাল পরিবহন করতে পারবে।

শনিবার দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, প্লাটিনাম জুবিলি প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সভার আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, নৌ পথে কুড়িগ্রাম জেলার সঙ্গে রৌমারী ও বাজিবপুর উপজেলা যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ব্রহ্মপুত্র নদে জরুরি ভিত্তিতে ড্রেজিংও করা হবে।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :