অমিতাভ বচ্চনকে কটাক্ষ

বিনোদন ডেস্ক
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:০২ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৩

ভারতে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের উপর পুলিশি হামলার বিরুদ্ধে শুরু থেকেই সরব বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার সেই বিষয় নিয়েই মেগাস্টার অমিতাভ বচ্চনকে কটাক্ষ করলেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর নির্মাতা।

অমিতাভ বচ্চনকে ‘শরীরের যত্ন’ নেয়ার পরামর্শ দিয়ে অনুরাগ টুইট করেন, ‘আপনি বিশ্রাম নিন। এ যুগের সময়ের গব্বর, লাওন বা সাকালদের আমরা বুঝে নেব।’

গোটা ঘটনার সূত্রপাত অমিতাভ বচ্চনের একটি টুইট ঘিরে। যেখানে বিগ বি তার ফলোয়ারদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে চিন্তা করবেন না, এটা তো ১৯-২০ এর বিষয়।’

এই টুইটের জবাবে পরিচালক কাশ্যপ লিখেন, ‘এবার ১৯ আর ২০-এর বিষয় নয় স্যার। এবার তফাতটা অনেক বড়। এখনকার মতো আপনি বিশ্রাম নিন। আপনি সত্তরের দশকে অ্যাংরি ইয়ং ম্যান চরিত্রে ভিলেনদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভূমিকা রেখেছিলেন। তখন থেকেই আমরা নিজেদের ভেতরে আসল বচ্চনকে লালন করছি। এই সময় গব্বর, সাকাল থেকে লায়নদের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াব।’

নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিক্ষোভ এবং তার জেরে জামিয়া মিলিয়া ইসলামিয়াসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জের তীব্র নিন্দা করেছে স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, হুমা খুরেশি, ফারহান আখতার, রিচা চাড্ডা, বরুণ গ্রোভার, সিদ্ধার্থ মালহোত্রার মতো বলিউড ব্যক্তিত্বরা।

তবে গোটা বিতর্কে এখনও মুখে কুলুপ এটে রয়েছেন সালমান খান, শাহরুখ, আমির খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো মহাতারকারা। যার কারণে সুযোগ পেয়েই অমিতাভ বচ্চনকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন অনুরাগ।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :